১ চোর গ্রেফতার

অপরাধ সিলেট

নিজস্ব প্রতিনিধি : বুধবার অভিযোগকারী আবুল হোসেন (৫০), পিতা-মৃত বীর মুক্তিযোদ্ধা জহির আলী, সাং-নৈরপুতা, থানা-জালালাবাদ, জেলা-সিলেট তার স্ত্রীর নামীয় রেজিস্ট্রেশন বিহীন সিএনজি অটোরিক্সা চুরির বিষয়ে আসামী ১। সাইফুল মিয়া (৩২), পিতা-মৃত আপতাব উদ্দিন, সাং-বুড়িনাঁও, থানা-নবিগঞ্জ, জেলা-হবিগঞ্জ, ২। আবু তালেব @ লেংরা তালেব (৪৫), পিতা-মোঃ শহীদ, সাং-উভাহাটা, শায়েস্তাগঞ্জ পুরান বাজার, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ সহ অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে উক্ত অভিযোগের প্রেক্ষিতে জালালাবাদ থানার মামলা নং-২৬, তারিখঃ-২১/০৪/২০২১খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড রুজু হয়। মামলার তদন্তকারী অফিসার হিসেবে এসআই(নিঃ)/দেবাশীষ দেব মামলাটি তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় এএসআই (নিঃ)/ রেজাউল করিম এবং কং/১৯১১ অজিত কৈরী এবং র‌্যাব-০৯, সিপিসি- ০১ শায়েস্থাগঞ্জ, হবিগঞ্জ এর সহযোগীতায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার পানিউমদা বুড়িনাও গ্রামের মৃত আপতাব উদ্দিন এর ছেলে আসামী সাইফুল মিয়া এর গ্যারেজ হতে বাদীর চোরাইকৃত সিএনজি অটোরিক্সাটি উদ্ধার করেন এবং মামলার এজাহার নামীয় আসামী সাইফুল মিয়া (৩২), পিতা-মৃত আপতাব উদ্দিন কে গ্রেফতার করেন। আটককৃত আসামী সাইফুল মিয়া (৩২) কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। বিষয়টি অফিসার ইনচার্জ, মোঃ নাজমুল হুদা খাঁন, জালালাবাদ থানা, এসএমপি,সিলেট নিশ্চিত করেন।


বিজ্ঞাপন