১,৫০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা ১ গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম এর উপপরিচালক Humayun Kabir Khondakar এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক সাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম (খ-সার্কেল, পটিয়া) এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ১,৫০০ (এক হাজার পাঁচশত) পিস ইয়াবা সহ উখিয়া কুতুপালং শরনার্থী ক্যাম্প এলাকার ০১ জন রোহিঙ্গা কে গ্রেফতার করে ০১ টি নিয়মিত মামলা দায়ের করা হয়। সে চট্টগ্রামের উদ্দেশ্যে ইয়াবাগুলো ট্রানজিট করতেছিলো। ইতিপূর্বেও সে ইয়াবা পাচার করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করে।


বিজ্ঞাপন

আসামী (১) হাবিবুল্লাহ (৩০), পিতাঃ আব্দুশ শুক্কুর, মাতাঃ নুর বেগম, সাংঃ কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-০৬, ব্লক-ই-৩, শেড নং-১৪৫৩৯৪, সাইড মাঝিঃনুর কদর, হেড মাঝিঃ ইলিয়াছ, থানাঃ উখিয়া, জেলাঃ কক্সবাজার। তাকে সন্ধ্যা প্রায় ০৫ঃ০০ ঘটিকায় ১,৫০০ পিস ইয়াবাসহ পটিয়া থানাধীন মোজাফরাবাদ মেসার্স নজরুল এন্ড কোম্পানি ফিলিং স্টেশন এর সামনে সিএনজি অটোরিকশা থেকে গ্রেফতার করে পটিয়া’য় নিয়মিত মামলা দায়ের করা হয়।