সদ্য ভূমিষ্ট নবজাতক জন্মের পর রাস্তায়, পুলিশের চেষ্টায় নীড়ে

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : গত ২৩/০৪/২০২১ইং তারিখ দিবাগত রাত অনুমান ০১.৩০ ঘটিকার পূর্বে চকবাজার থানাধীন দামপাড়াস্থ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পূর্ব পার্শ্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্টাফ কোয়ার্টারের সামনে ফুটপাতের উপর একটি সদ্যজাত ফুটফুটে কন্যা সন্তান কে বা কারা রেখে চলে যায়। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হিসাব বিভাগের কর্মকর্তা জনৈক আল আমিন রাত ০১.০০ ঘটিকার দিকে বাসার নিচে হইচই শুনে বের হয়ে ফুটফুটে বাচ্চাটিকে দেখে তাৎক্ষণিক জাতীয় জরুরী সেবার হটলাইন ৯৯৯ এ ফোন দেন। সেখান থেকে সিএমপির চকবাজার থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ আলমগীর (পিপিএম) কে ফোনকারী আল আমিনের সাথে সংযুক্ত করা হয়। সংবাদ পেয়ে অফিসার ইনাচার্জ, চকবাজার থানা সঙ্গীয় এসআই (নিরস্ত্র) দীপন পাল ও ফোর্সসহ তাৎক্ষনিক ঘটনাস্থলে হাজির হয়ে ফুটপাতে পড়ে থাকা সদ্য জন্ম নেওয়া শিশুটিকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। জরুরী বিভাগের প্রাথমিক চিকিৎসা শেষে উদ্ধারকৃত নবজাতক কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩২নং ওয়ার্ডে এইচডিও তে ভর্তি করা হয়। প্রয়োজনীয় ঔষধপত্র ও আনুষাঙ্গিক সরঞ্জামাদি পুলিশের পক্ষ থেকে সরবরাহ করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যায় যে, ২৩/০৪/২০২১ইং তারিখ দিবাগত রাত অনুমান ১২.১৫ ঘটিকা হতে ০১.৩০ ঘটিকার মধ্যবর্তী যে কোন সময়ে কে বা কাহারা উক্ত অজ্ঞাতনামা নবজাতক কে বর্নিত স্থানে রেখে চলে যায়। এই ঘটনায় চকবাজার থানার জিডি নং-৯৬৮, তারিখ: ২৪/০৪/২০২১ইং রুজু করা হয়েছে। উদ্ধারকৃত নবজাতকের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত আছে।


বিজ্ঞাপন