নড়াইল জেলা হাসপাতালের হিসাব রক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, যশোর- এর সহকারী পরিচালক মো: মাহফুজ ইকবাল বাদী হয়ে নড়াইল জেলা হাসপাতালের হিসাব রক্ষক জাহান আরা খানম-এর বিরুদ্ধে ভুয়া চালান তৈরি করে জাল জালিয়াতির মাধ্যমে সরকারি ৪৮,১৭,৯১২/- টাকা আত্মসাতের অভিযোগে গত ২৪.০৪.২০২১ খ্রি: একটি মামলা দায়ের করেন।


বিজ্ঞাপন

মামলার বিবরণী থেকে জানা যায়, অভিযুক্ত আসামী জাহান আরা বেগম জুলাই/২০১৯ খ্রি: থেকে ফেব্রুয়ারি/২০২১খ্রি: পর্যন্ত ২০(বিশ) মাসে সদর হাসপাতাল, নড়াইলের বিভিন্ন দপ্তর থেকে গৃহীত ইউজার ফি-এর মোট ৪৮,১৭,৯১২/- টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে ৩৪টি ভুয়া ট্রেজারি চালান তৈরি করে জাল জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেন। বিষয়টি সোনালী ব্যাংক, নড়াইল শাখার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

উক্ত জাল জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারপূর্বক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধে জাহান আরা খানম-এর বিরুদ্ধে দন্ড বিধি ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দুদক কতৃক এ মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, ইতোমধ্যে অভিযুক্তকে কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেয়া হয়েছে।