ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসার নামে প্রতারণা

স্বাস্থ্য

আজকের দেশ রিপোর্ট : ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা প্রাচীন কাল হতেই অত্যন্ত কার্যকরী চিকিৎসা ব্যবস্থা। বর্তমান সময়ে এর কার্যকারিতা ও জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাচ্ছে। আর এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে দেশব্যাপী ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে নামসর্বস্ব হাজার হাজার হার্বাল সেন্টার। এসব প্রতিষ্ঠানের রংচটা বিজ্ঞাপন আর বিনা অপারেশনে চিকিৎসার নামে সর্বস্বান্ত হচ্ছেন অসহায় রুগীগণ। কোন রকমের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই শুধু কিছু ওষুধের নাম জেনেই তারা রাতারাতি হয়ে উঠেন বিশেষজ্ঞ চিকিৎসক। তাদের দ্বারা কলুষিত হচ্ছে ইউনানী, আয়ুর্বেদ চিকিৎসার সুনাম।


বিজ্ঞাপন

তাই সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে বাচঁতে হলে সচেতন হতে হবে, জানতে হবে এই চিকিৎসার প্রকৃত চিকিৎসক কারা এবং ডিগ্রী সম্পর্কে।
ঢাকা বিশ্ববিদ্যালয় হতে
BUMS (Bachelor of Unani Medicine and Surgery) ও BAMS(Bachelor of Ayurvedic Medicine and Surgery) পাশকৃত ডাক্তাররাই ইউনানী ও আয়ুর্বেদিক সিস্টমের সর্বোচ্চ ডিগ্রীধারী চিকিৎসক। কারন BUMS / BAMS ডিগ্রীধারী ডাক্তারগ ই একমাত্র প্রকৃত ইউনানী /আয়ুর্বেদিক চিকিৎসক যারা MBBS সমপর্যায়ের।
এছাড়া বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদিক বোর্ড কর্তৃক প্রদত্ত ডিপ্লোমা সমপর্যায়ের