দুর্ধর্ষ কিশোর গ্যাং লিডার কাইল্লা মুরাদ ও বাঘা রাজু অস্ত্রসহ গ্রেফতার

অপরাধ

আজকের দেশ রিপোর্ট : গত রবিবার আনুমানিক রাত ১০:৩০ মিনটে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন পাটেরবাগ ইতালি মার্কেট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ডিএমপি’র কদমতলী থানার মামলা নং- ৬৩, তারিখ- ২৪/০৪/২০২১ ইং, ধারা- ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৫০৬/১১৪ পেনাল কোড মামলার দুর্ধর্ষ আসামী কিশোর গ্যাং লিডার ১। কাইল্লা মুরাদ (২১) ও ২। বাঘা রাজু (২৪) কে ০১টি শুটার গান, ১টি চাপাতিসহ গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, অত্র মামলার বাদী আবুল হাসানের ছেলে আমিনুল ইসলাম ডালিম(৩২) কদমতলী থানাধীন পাটের বাগ ইতালি মার্কেটের ইন্টারনেট ব্যবসায়ী। গত ২২/০৪/২১ সময় আনুমানিক রাত ৭.৪০ ঘটিকায় পূর্ব বিরোধের জের ধরে আমিনুল ইসলাম ডালিমকে ধৃত কাইল্লা মুরাদ (২১), বাঘা রাজু(২৪) ও অন্যান্য সন্ত্রাসীরা ইতালি মার্কের সামনে ধারালো অস্ত্র ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে আমিনুল ইসলাম ডালিমকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ধৃত আসামীরা আরো জানায় যে তারা কদমতলী থানার মুরাদপুর ও পাটেরবাগ এলাকায় তাদের কিশোর গ্যাং বাহিনী রয়েছে। উক্ত এলাকায় তারা দীর্ঘদিন যাবৎ চুরি, ছিনতাই, মারামারি ও চাঁদাবাজি করে আসছে। যদিও তারা কিশোর গ্যাং এর সদস্য কিন্তু তাদের অধিকাংশের বয়স ২০ থেকে ২৫ বৎসরের মধ্যে। উক্ত ঘটনাটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।