সেবার নামে প্রতারণা

অপরাধ

তিন ডায়াগনস্টিক সেন্টারে র‌্যাবের অভিযান

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ডেমরা ও কদমতলী এলাকায় সেবার নামে প্রতারণার দায়ে তিন প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত র‌্যাব-১০ এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান এ অভিযান পরিচালন করেন।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব।
তিনি জানান, ডেমরা ও কদমতলী এলাকায় অবৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিং হোম প্রতিষ্ঠা করার অপরাধে মাতুয়াইল ফ্রেন্ডশিপ স্পেশালাইজড হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারকে সাড়ে ৪ লাখ টাকা ও ডেমরার দি ঢাকা ইসলামিয়া হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া ডেমরার ঢাকা ও মাল্টি কেয়ার নার্সিং হোমকে দুই লাখ টাকা জরিমানা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এএসপি এনায়েত কবীর আরও জানান, দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা ডেমরা ও কদমতলী এলাকায় এসব অবৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিং হোম প্রতিষ্ঠা করে সাধারণ মানুষের সঙ্গে সেবার নামে প্রতারণা করে আসছিল।


বিজ্ঞাপন