রাঙ্গুনিয়ায় কৃষকের পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিল পদুয়া ইউনিয়ন ছাত্রলীগ

রাজনীতি সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নির্দেশে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সন্তান বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির আহবানে সাড়া দিয়ে কৃষকের পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছে পদুয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন

রবিবার (২ মার্চ)রাঙ্গুনীয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড নাপিত পুকুরিয়া স্থানীয় কৃষক আবু তাহেরের এক বিঘা জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।

রাঙ্গুনীয়া সরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমন হোসেন হাবিব, পদুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক উদ্দিন রানার যৌথ নেতেৃত্বে রাঙ্গুনীয়া সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সহ – সভাপতি জাবেদ ওমর পদুয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা আবু সুফিয়ান, ছাত্রলীগ নেতা ওমর ফারুক নঈমী ছাত্রলীগ নেতা মো: ইউছুপ কামরুলজ্জান জনি, ছাত্রলীগ নেতা আব্দুল কায়ুম জাহেদ ছোটন বড়ুয়া শ্রিমান্ত বড়ুয়া সহ অর্ধশতাধিক ছাত্রলীগ নেতৃবৃন্দ এই ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছেন।

ইমন হোসেন হাবিব বলেন “আমরা সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ধান কেটে কৃষক আবু তাহেরের বাড়ি পৌঁছে দিয়েছি. একদিকে লকডাউনের কারণে ধান কাটা শ্রমিক সংকট অন্যদিকে কালবৈশাখী তান্ডবের সম্ভাবনায় বিপাকে পড়া কৃষকের পাশে দাড়াতে নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি মহোদয় তাঁর নির্দেশনা অনুযায়ী আমরা ধান কাটা কার্যক্রম শুরু করেছি।

পরিশেষে তিনি বলেন আমাদের এই কার্যক্রম চলমান থাকবে ।