বিএসটিআই অভিযান

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : ০৪-০৫-২০২১ তারিখে বিএসটিআই জেলা অফিস, কুমিল্লা ও জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী এর যৌথ উদ‍্যোগে নোয়াখালী সদরের মাইজদি এলাকায় ভ্রাম‍্যমান আদালত পরিচালিত হয়। এ সময় দেখা যায়, রুচিকা ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানটি বিএসটিআই আইন’ ২০১৮ এর ১৫ ধারা লংঘন করে সিএম লাইসেন্স গ্রহণ ব‍্যতীত অবৈধভাবে পণ‍্যের মোড়কে বিএসটিআই মানচিহ্ন ব‍্যাবহার করে লাচ্ছা সেমাই, পাউরুটি, বিস্কুট, কেক ও ফার্মেন্টেড মিল্ক(মিষ্ট দই) বিক্রি/বিতরন করছে এবং তজ্জন্য ৫০, ০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকা ও আয়োজন প্রতিষ্ঠানকে একই অপরাধে ২৫,০০০.০০(পঁচিশ হাজার) টাকা জরিমানা করা হয়। আয়োজন প্রতিষ্ঠানের ওজন পরিমাপক যন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন’২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী আরও ৫,০০০.০০(পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী এর এক্সিকিউটিভ ম‍্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় এর নেতৃত্ব পরিচালিত ভ্রাম‍্যমান আদালতে বিএসটিআই, কুমিল্লা এর পক্ষে জিয়াউল হক, সহকারি পরিচালক(সিএম), পূজন কর্মকার সিনিয়র পরিদর্শক(মেট) ও মো. শাহিদুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত থেকে কোর্টকে সহায়তা করেন। পবিত্র রমজানে ভোক্তা সাধারণ যাতে সঠিক পরিমাপে মানসন্মত পণ‍্য ক্রয় ও ব‍্যাবহার করতে পারে সে লক্ষ‍্যে এ ধরনের কার্যক্রম অব‍্যাহত রাখা হবে।


বিজ্ঞাপন