স্বাস্থ্যবিধি প্রতিপালনে মেয়র আতিকের ঝটিকা অভিযান

রাজধানী

নিজস্ব প্রতিনিধি: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দোকানপাট ও শপিংমলসমূহে স্বাস্থ্যবিধি প্রতিপালনে শুরু হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসির মেয়র মোঃ আতিকুল ইসলাম এর ঝটিকা অভিযান।
কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করা, লাইসেন্স ব‍্যতীত ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব‍্যবসা করা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী মজুদ রাখা, মাস্ক না পড়া এবং স্বাস্থ্য বিধি না মানার কারণে মোবাইল কোর্টের মাধ্যমে একদিনেই ৯০টি মামলায় ৯ লক্ষ ৭৫ হাজার ৪৬০ টাকা জরিমানা আদায়সহ ৩টি দোকান সিলগালা করে দেওয়া হয়েছে।
ডিএনসিসির মেয়র সরেজমিনে পরিদর্শনকালে স্পষ্ট ভাষায় বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দোকানপাট ও শপিংমলসমূহে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানতে হবে, অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থার সম্মুখীন হতে হবে।
এসময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয় এবং সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্য বিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।


বিজ্ঞাপন