ভারতকে রেমডিভিসির হস্তান্তর

আন্তর্জাতিক এইমাত্র জাতীয় স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতির কোনও উন্নতি পরিলক্ষিত হচ্ছে না ভারতে। এই পরিস্থিতিতে বাংলাদেশের কাছে রেমডিভিসির ওষুধ চেয়েছিল দেশটি। বৃহস্পতিবার তাদের কাছে এর চালান হস্তান্তর করা হয়েছে। কোলকাতায় বাংলাদেশ মিশনের প্রধান তৌফিক হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তৌফিক হাসান বলেন, ‘বৃহস্পতিবার ভারতীয় প্রতিনিধি দলের কাছে রেমডিভিসির ওষুধের চালান আমি হস্তান্তর করেছি।
উল্লেখ্য, ওই চালানে ১০ হাজার ভায়াল ওষুধ রয়েছে। ভারতে ১২ থেকে ৫৩ ডলারের প্রতি ফাইল রেমডিভিসির বর্তমানে বিক্রি হচ্ছে ৩৫০ থেকে এক হাজার ডলারে।


বিজ্ঞাপন