বিএসটিআই’র অভিযান

অপরাধ আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ঢাকা মহানগরীর খিলগাঁও এলাকায় মোবাইল কোর্ট অভিযান করা হয়। উক্ত অভিযানে (১) মিনিসো কর্তৃক ছাড়পত্র বিহীন আমদানিকৃত শ্যাম্পু, লিপস্টিক, স্কিন পাউডার, নেইল পলিশ, হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩১/৩১ ধারায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। (২) আকর্ষণ বেকারি কর্তৃক অবৈধভাবে বিস্কুট ও কেক এর লেবেলে গুণগতমান চিহ্ন ব্যবহার করে পণ্য বিক্রি করায় উক্ত আইনের ১৫/২৭ ধারায় ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়। একই সাথে কাওছার মাংশ বিতান ও জাহাংগীর মাংশ বিতান, গোড়ান বাজার, খিলগাও, ঢাকা এর ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় স্ট্যান্ডার্ড ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ১,০০০/- টাকা করে মোট ২,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে বিএসটিআইয়ের মনির হোসেন, ফিল্ড অফিসার; মোঃ রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার; মোঃ রফিক আজাদ, পরিদর্শক (মেট) ও মোঃ শাহজাহান, পরিদর্শক (মেট) উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন