বিএসটিআই’র অভিযান

অপরাধ আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি : রোববার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীর গুলশান এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে ইউনিমাট লি:, গুলশান-২, ঢাকা-কে আমদানীকৃত পণ্যের ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে টুথপেষ্ট, বেবী লোশন, বেবী সোপ পণ্য বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় বিজ্ঞ আদালত ৫০,০০০.০০ টাকা এবং মসুর ডাল, ছোলা বুট ও বেসন পণ্যের মোড়ক নিবন্ধন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইনে ১০,০০০/- টাকা জরিমানা করেন এবং গুলশান ডিএনসিসি মার্কেটে শাহাদাত ফ্রুট স্টোর, বিসমিল্লাহ ফ্রুট স্টোর, ভাই ভাই ফ্রুট স্টোর, মিম ফ্রুট স্টোর ও নূরুল ইসলাম ফ্রুট স্টোর এর ডিজিটাল ওজন যন্ত্রের ভেরিফিকেশন না থাকায় প্রত্যেক-কে ২,০০০/- টাকা করে মোট ১০,০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়া উক্ত দোকানগুলো হতে আম, আপেল, কমলা, মালটা, নাসপাতি, জাম, আঙ্গুর ও কলাসহ বিভিন্ন মৌসুমী ফলের ফরমালিন পরীক্ষা করা হয়। যার কোনটিতেই ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি।


বিজ্ঞাপন

উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মোঃ মাজহারুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম), মোঃ খাইরুল ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ মাছুদুল হক, পরিদর্শক (মেট) উপস্থিত ছিলেন।