নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান

অপরাধ আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ সজীব এর নেতৃত্বে ঢাকার কাওরানবাজার এলাকায় বিভিন্ন ফলের আড়তে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে বিপুল পরিমান অপক্ক আম রাসায়নিক দিয়ে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়ে পাকিয়ে বাজারজাত করা অবস্থায় পাওয়া যায়। এগুলো জব্দ করে তাৎক্ষণিক বিনষ্ট করে দেয়া হয়।


বিজ্ঞাপন

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ফল বিক্রয়ের ক্ষেত্রে বিশেষ করে আম সম্পর্কে করণীয় সম্পর্কে বিক্রেতাদের দিকনির্দেশনা প্রদান করা হয়। কোন অবস্থাতেই অপক্ক আম ক্রয় ও বিক্রয় করা যাবে না। অভিযানকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য বিশ্লেষক মোঃ ইমরানুল হক, নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আব্দুল খালেক এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সার্বিক কাজে সহযোগিতা করেন।