১০টি ভারতীয় গরু উদ্ধার, আটক ৪

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : শনিবার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসিম উদ্দিন এর নেতৃত্বে এসআই(নিঃ)/পলাশ চন্দ্র দাশ, সঙ্গীয় কং/৯৪৬ আব্দুল মতিন, কং/৭০২ রফিক সর্ব এয়ারপোর্ট থানা, এসএমপি, সিলেট ১৫/০৫/২০২১খ্রিঃ তারিখ রাত অনুমান ২৩.৩৫ ঘটিকার সময় অত্র থানাধীন খাসদবীরস্থ নিতাই চন্দ্র নাথ এর বরদা ষ্টোর নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট স্থাপন করে ০২টি মিনি পিকআপে থাকা চোরাইপথে ভারত হতে নিয়ে আসা ১০(দশ)টি গরু এবং ০২টি পিকআপের চালক ও হেলপার সহ মোট ০৪ জন ব্যক্তিদের সঙ্গীয় ফোর্সদের সহায়তায় আটক করেন। অতঃপর গরু ক্রয়ের কাগজপত্র দেখাতে বললে তার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারে নাই এবং জিজ্ঞাসাবাদে তারা তাদের ১। কয়েজ আহমেদ (২৬), পিতা-নাসির উদ্দিন, সাং-তুরুকবাগ (তোয়াকুল), থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট, ২। রুহুল আমিন (১৮), পিতা-মনু মিয়া, সাং-জাঙ্গাইল (তোয়াকুল),
থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট, ৩। এনামুল হক (১৮), পিতা-শফিকুর রহমান, সাং-তুরুকবাগ (তোয়াকুল), থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট, ৪। রাজু মিয়া (১৮), পিতা-আহম্মদ আলী, সাং-জাঙ্গাইল (তোয়াকুল), থানা- গোয়াইনঘাট, জেলা-সিলেট বলে প্রকাশ করে। জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, পলাতক আসামী আব্দুল হান্নান (৪৫) এবং হাজী বাবুল (৫০) দ্বয়ের সহায়তায় তারা দীর্ঘদিন যাবত বাংলাদেশ সরকারের শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে এনে সিলেট সহ বিভিন্ন অঞ্চলে নিয়ে বিক্রয় করে থাকে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


বিজ্ঞাপন