বহুলভাবে ব্যবহৃত হচ্ছে ডিএনসিসি’র “সবার ঢাকা” মোবাইল অ্যাপস

রাজধানী

নিজস্ব প্রতিনিধি : নগরবাসীর কল্যাণে ডিএনসিসির মেয়র মোঃ আতিকুল ইসলাম এর নিজস্ব উদ্যোগে তৈরি দেশের প্রথম সিটিজেন এনগেজমেন্ট এন্ড ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম “সবার ঢাকা” মোবাইল অ্যাপসের যাত্রা শুরু হয় চলতি বছরের ১০ই জানুয়ারী। যাত্রা শুরুর পর থেকে অদ্যাবধি এই অ্যাপসটি জনকল্যাণে বহুলভাবে ব্যবহৃত হচ্ছে।
“সবার ঢাকা” মোবাইল অ্যাপসটি ব্যবহার করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত যে কোন নাগরিক অতি সহজেই এলাকার রাস্তা, মশক, সড়ক বাতি, আবর্জনা, জলাবদ্ধতা, পাবলিক টয়লেট, নর্দমা ও অবৈধ স্থাপনা এই আটটি বিষয়ে সরাসরি তার মতামত কিংবা অভিযোগ অতি সহজেই ডিএনসিসির কাছে তুলে ধরতে পারেন। অ্যাপসটির মাধ্যমে এ সংক্রান্ত অভিযোগ দাখিলের পর নাগরিকরা দ্রুততম সময়ের মধ্যেই উক্ত সমস্যার সমাধান পাচ্ছেন। এ পর্যন্ত সমাধানের হার প্রায় ৯০ শতাংশ।
এছাড়াও, অ্যাপসটিতে নিকটস্থ হাসপাতাল, পুলিশ স্টেশন, বাস স্টপ, ফায়ার সার্ভিস, এটিএম বুথসহ জরুরী সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের ঠিকানাসহ লোকেশন ও নির্দেশনা রয়েছে।
একজন সচেতন নাগরিক হিসেবে আপনিও “সবার ঢাকা” মোবাইল অ্যাপসটি ব্যবহার করে আপনার কাঙ্ক্ষিত সেবা পেতে পারেন।


বিজ্ঞাপন