পরিবেশ অধিদপ্তরের অভিযান

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : ২৩/০৫/২০২১ খ্রীঃ তারিখে জেলা প্রশাসন, গাজীপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় এর সার্বিক সহযোগিতায় গাজীপুর জেলার জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকায় পরিবেশ দূষণ বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় । উক্ত ভ্রাম্যমান আদালতে কলমেশ্বর, কেবি বাজার, গাজীপুর এর ইউনিক ওয়াশিং এন্ড ডাইং লিমিটেডকে বর্জ্য পরিশোধনের জন্য অপর্যাপ্ত ইটিপির মাধ্যমে পরিবেশ দূষণ করায় ১ লাখ টাকা, কুনিয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাছা, গাজীপুর এলাকার নাজ জিন্স প্রসেসিং লি: কে তরল বর্জ্য পরিশোধন এর জন্য ইটিপি না থাকায় ২ লাখ টাকা ও ছয়দানা রোড, হারিকেন, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর এলাকার ডার্ড টেক্স লি: কে ইটিপি বন্ধ রেখে ওয়াশিং কার্যক্রমের মাধ্যমে পরিবেশ দূষণ করায় ২ লাখ টাকা করে সর্বমোট ৫ লাখ জরিমানা ধার্যপূর্বক তা আদায় করা হয় এবং অনতিবিলম্বে যথাযথভাবে ইটিপি নির্মাণ করে ওয়াশিং কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মমিন ভূঁইয়া, পরিদর্শক সঞ্জীব বিশ্বাস ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও র‍্যাব-১, গাজীপুর এর সদস্যবৃন্দ।


বিজ্ঞাপন