নতুন অবকাঠামোয় পুলিশ এসোসিয়েশন : সাধারণ সম্পাদক

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : অবিভক্ত বাংলায় পুলিশ এসোসিয়েশন এর জন্ম হয়েছিল ১৯২০ সালে। স্বাধীনতা পরবর্তীতে নতুন রূপে, নতুন অবকাঠামোতে যাত্রা শুরু করে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন। সময়ের পালাবদলে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহন করি আমি।


বিজ্ঞাপন

বাংলাদেশ পুলিশের গৌরবময় সংগঠন হিসেবে এই সংগঠন শতবর্ষ অতিক্রান্ত করলেও, এই সংগঠনের কোন রাষ্ট্রিয় নিবন্ধন ছিল না। দায়িত্ব গ্রহনের পর থেকেই চেষ্টা করেছি প্রানের এই সংগঠনের মর্যাদাকে শিখরে প্রতিষ্ঠিত করার। সেই চেষ্টারই ফসল আমাদের আজকের স্বীকৃতি।

সর্বোপরি ধন্যবাদ ড. বেনজির আহম্মেদ বিপিএম (বার) মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ।

ধন্যবাদ বিএম ফরমান আলী, সভাপতি, বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন, ধন্যবাদ ফারুক স্যার, শামীম স্যার, সিরাজ স্যার, ডিএ তায়েব স্যার, সুব্রত শেখর ভক্ত স্যার, আলতাব স্যার, রফিক স্যার, ব্যাচমেট মাঈনুল ও স্নেহধন্য মাহবুব, সুজিত, দ্বীপ, জাকির, সজীব, আকাশ, মানিকসহ সকল অগ্রজ ও অনুজদের এই কর্মপ্রচেষ্টায় সার্বক্ষনিক সাথে থাকার জন্য।

বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন এর সদস্যদের ধারাবাহিক ও অক্লান্ত প্রচেষ্টা এবং পর্দার অন্তরালে থাকা অনেক শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতার ফল আমাদের আজকের এই নিবন্ধন।

আবারো ধন্যবাদ সকলকে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এই নিবন্ধন প্রক্রিয়ায়।
প্রত্যাশা এই সকলে পাশে থাকবেন সবসময়।