বিএসটিআই’র অভিযান

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বিএসটিআই’র উদ্যোগে ডিএমপি পুলিশের সহযোগিতায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ৩০-০৫-২০২১ তারিখে ঢাকা মহানগরীর আদাবর এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে ১। ভোগ বাই প্রিন্স, ১৮/৩, ব্লক-এফ, টিক্কাপাড়া, আদাবর, ঢাকা ও ২। ভার্গো রিটেইল লিঃ, প্লট-৩২-৩৫, রিং রোড, আদাবর, ঢাকা প্রতিষ্ঠানদ্বয়কে কাপড়ের রং এর স্থায়ীত্ব পণ্যের লাইসেন্স না নিয়ে পণ্য বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় বিজ্ঞ আদালত বিএসটিআই আইন-২০১৮ এর ৩১/৩১ ধারা মোতাবেক প্রত্যেক-কে ২৫,০০০.০০ টাকা করে মোট ৫০,০০০/- টাকা জরিমানা করেন।


বিজ্ঞাপন

উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব মোঃ শরীফুল ইসলাম, পরীক্ষক (টেক্সটাইল) উপস্থিত ছিলেন।