মালদ্বীপ সফরে সেনাপ্রধান

আন্তর্জাতিক জাতীয়

নিজস্ব প্রতিনিধি : সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। ছয় দিনের সরকারি সফরে মালদ্বীপে গেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্সেস মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের আমন্ত্রণে এই সফরে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর নয় সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যায় মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন জেনারেল আজিজ আহমেদ।

এই সফরে তিনি সেদেশের জাতীয় প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর, বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মারিয়া আহমেদ দিদি, চিফ অব ডিফেন্স ফোর্সেস মেজর জেনারেল আব্দুল্লাহ শামাল এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশের সেনাপ্রধান।

সেসব বৈঠকে ‘পারস্পরিক সামরিক স্বার্থ সংশ্লিষ্ট’ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে আইএসপিআর জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতকালে সেনাপ্রধান ‘দুই দেশের সেনাবাহিনীর সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা’ আরো জোরদার করার বিষয়ে আলোচনা করবেন।

মালদ্বীপে অবস্থানকালে বাংলাদেশ হাই কমিশন পরিদর্শন এবং হাই কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে সেনাপ্রধানের। সফর শেষে ৭ জুন সকালে দেশে ফিরবেন সনা প্রধান।