রিকশাচালকের সহায়তায় আসামী গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : গত ১৯/০৫/২০২১ ইং ভোররাত ০৩.০০ঘটিকার সময়ে গাছা থানাধীন বড়বাড়ি এলাকার পাকসিন ফ্যাক্টরীর সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে অজ্ঞাত পুরুষ ব্যক্তি(৫৩) এর লাশ উদ্ধার করে পুলিশ বাদী হয়ে গাছা থানার মামলা নং ১৬ তারিখ ১৯/০৫/২০২১ইং ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়। নিহতের ফিংঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে তার নাম গাজী ফারুক হোসেন বাবু পিতা মৃত আঃ কাদির সাং ফারদাবাদ থানাঃ দক্ষিণ খান ডিএমপি ঢাকা এর পরিচয় পাওয়া যায়। নিহতের পরিবারের সাথে যোগাযোগ করলে তারা থানায় এসে নিহত ব্যক্তিকে সনাক্ত করে এবং জানায় নিহত ব্যক্তি মানসিক সমস্যায় ভুগছিলেন। ২১ শে মে নিহতের পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়। তাহার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে না পেরে তদন্ত কার্যক্রম অব্যাহত থাকে। তদন্তের একটি সূত্র থেকে প্রত্যক্ষদশী রিকশা চালক মুন্না কে পাওয়া যায় এবং তার দেওয়া তথ্য মতে একটি কাভার্ড ভ্যান গাড়ী নং ঢাকা মেট্রো ট ২০-৬৭১৫ জানা যায়। বিআরটিএ যাচাই করে ঢাকার মতিঝিলস্থ মার্কেন্টাইল ব্যাংক এর মাধ্যমে গাড়ির মালিক মো শফিকুল ইসলাম বাবুলকে পাওয়া যায়। শফিকুল ইসলাম বাবুল হতে গাড়ির চালক ও হেলপার এর নাম ঠিকানা পাওয়া যায়। গাড়ি ও তাদের অবস্থান জেনে কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন দাউদকান্দি টোল প্লাজায় অবস্থান পূর্বক উল্লেখিত কাভার্ড ভ্যান এর ড্রাইভার মোঃ রাশেদ মিয়া (২৩) পিতাঃ মো কামাল হোসেন সাং বল্লাচৌ থানা চৌদ্দগ্রাম জেলা কুমিল্লা, হেলপার মো জাবেদ হোসেন (২৬) পিতা মো বিল্লাল হোসেন সাং হাঁপানিয়া থানা রামগঞ্জ জেলা লক্ষীপুর দের কে গ্রেফতার করা হয়।আটকৃতদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পথচারী গাজী ফারুক হোসেন বাবু কাভার্ড ভ্যান এর চাকায় পৃষ্ট হয়ে নিহত হন বলে জানায় এবং বিজ্ঞ আদালতে ঘটনার বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।


বিজ্ঞাপন