নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বুধবার ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এর নেতৃত্বে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত মোহাম্মদপুর এলাকায় অবস্থিত মীনা বাজার সুপার সপে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন

এ সময় যথাযথ মোড়কীকরণ, চিন্হিতকরণ এবং লেবেল সংযোজন ব্যতিরেকে প্যাকেটকৃত খাদ্যদ্রব্য বিক্রির দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ২০০০০০/- (দুই লক্ষ টাকা) অর্থদন্ড প্রদান ও তাৎক্ষনিক আদায় করা হয় এবং খাদ্যের নিরাপদতা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহ সজীব, মনিটরিং অফিসার মো. আসলাম উদ্দিন, নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল খালেক মজুমদার ও ব্যাটালিয়ন আনসার এর একটি চৌকস টীমসহ অন্যান্য সহকর্মী।