করোনায় প্রাথমিক চিকিৎসা সেবায় পল্লী চিকিৎসকদের ভুমিকা?

স্বাস্থ্য

আজকের দেশ রিপোর্ট : বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ডাঃ মোঃ সবুজ আলী বলেছেন – আমরা যদি গ্রাম বাংলার দিকে তাকাই তা হলে দেখতে পাব ,অসহায় মানুষের বুকফাটা আর্তনাদ, গ্রাম বাংলার আকাশ বাতাসকে ধর্নি প্রতিধর্নিত করছে, অসহায় সুষিত ও বঞ্চিত মানুষেরা সঠিক সময়ে চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, আর এ বঞ্চিত থেকেই চলেছে ।


বিজ্ঞাপন

পল্লীর জনগন যখন রোগ যন্ত্রণায় ছটফট করে মৃত্যু যখন ঘনিয়ে আসে ,যখন তাকে সাহায্য করার কেউ থাকে না ঠিক সেই মুহূর্তে সে আত্যান্ত আপন করে এই পল্লী চিকিৎসগনকে হাতের কাছে পায় ।

এই পল্লী চিকিৎসকরা যদি গ্রামবাংলায় ছড়িয়ে সিটেয়ে না থাকতো, আর যদি তারা নিরবে নিবৃত্তে চিকিৎসার দ্বিপশিখা জ্বালিয়ে না রাখতো তাহলে বহু মানুষ বিনা চিকিৎসয় মারা যেতো, তাই পল্লী চিকিৎসকগনকে আমরা জনগণের অকৃত্রিম সেবক মনেকরি, আর্তমানবতার সেবায় তারা নিবেদিত প্রান।