বিএসটিআই’র অভিযান

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : ০৩-০৬-২০২১ খ্রিঃ তারিখে বিএসটিআই’র উদ্যোগে ডিএমপি পুলিশের সহযোগিতায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ঢাকা মহানগরীর ডেমরা ও কদমতলী এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে ১। সুফিয়া রি-রোলিং এন্ড স্টীল মিলস, বাঁশেরপুল, কোনাপাড়া, ডেমরা, ঢাকা ২। আল নুর স্টীল এন্ড রি-রোলিং ইন্ডাস্ট্রিজ লিঃ, ২৪ বিসিক শিল্প নগরী, শ্যামপুর, কদমতলী, ঢাকা ও ৩। টেকনোসাম স্টীল লিঃ, ৭৫ বিসিক শিল্প নগরী, শ্যামপুর, কদমতলী, ঢাকা-কে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত অবৈধভাবে এম এস রড (রিবড বার) পণ্য উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করায় বিএসটিআই আইনে যথাক্রমে ৫০,০০০/-, ১,০০,০০০/- ও ১,০০,০০০/- অর্থাৎ প্রতিষ্ঠান ৩টিকে উপরোক্ত অপরাধে মোট ২,৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়াও বৈধ ভেরিফিকেশন সনদ গ্রহণ ব্যতিরেকে ওয়েব্রিজে ব্যবহার করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে উল্লেখিত প্রতিষ্ঠান ৩টির প্রত্যেক-কে ৫০,০০০/-টাকা করে মোট ১,৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।


বিজ্ঞাপন

উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মোঃ মনির হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ রফিক আজাদ, পরিদর্শক (মেট) উপস্থিত ছিলেন।