বঙ্গবন্ধু ছয় দফা না দিলে অধরা থেকে যেত, আমাদের স্বাধীনতার বাসনা

জাতীয়

আজকের দেশ রিপোর্ট : বঙ্গবন্ধু ছয় দফার আড়ালে মূলত এক দফার কথাই বলেছেন। সেই দফাটা হলো বাংলাদেশের স্বাধীনতা।


বিজ্ঞাপন

বঙ্গবন্ধু জানতেন, স্বাধীনতা ছাড়া এসব লক্ষ্য অর্জন করা সম্ভব নয়।

ষাটের দশকের গোড়ার দিকে তৎকালীন নিষিদ্ধ কমিউনিস্ট পার্টির নেতা মণি সিং এবং খোকা রায়ের সাথে এক বৈঠকে মিলিত হন বঙ্গবন্ধু, তখন তার ভাবনায় ছিল কেবল একটি ধারণা। আর তা হলো- পূর্ব বাংলার বাঙালির স্বাধীনতা।

সেই বৈঠকে বঙ্গবন্ধু বলেন, ‘গণতন্ত্র-স্বায়ত্তশাসন এসব কোনো কিছুই পাঞ্জাবিরা দেবে না। কাজেই স্বাধীনতা ছাড়া বাংলার মুক্তি নাই।

স্বাধীনতাই আমার চূড়ান্ত লক্ষ্য।’ এবং সেই কারণেই, তিনি ছয় দফা দেন এবং তা প্রচারের জন্য গ্রাম বাংলার প্রতিটি প্রান্তরে প্রান্তরে ছুটেছেন। চূড়ান্ত মুক্তির জন্য জাগ্রত করেছেন চেতনা, প্রস্তুত করে তুলেছেন জনগণকে।

বঙ্গবন্ধুর এই ছয় দফার কারণেই বুলেটের মুখে দাঁড়িয়ে ব্যালট বিপ্লব ঘটায় বাঙালি জাতি, যার ফলে স্বাধীনতার পথ উন্মোচিত হয়।