মাদক ছাড়ুন, খেলার মাঠে আসুন

খেলাধুলা

সৈয়দ রমজান, মির্জাপুর, নড়াইল : মাদক ছাড়ুন খেলার মাঠে আসুন এই আহবানে ৯ জুন বুধবার নড়াইল সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে বিকাল ৫টায় অনুষ্ঠিত হচ্ছে এক ফুটবল টুর্নামেন্ট এ খবর ফুটবল টুর্নামেন্ট আয়োজকদের একটি সুত্রের।


বিজ্ঞাপন

উক্ত ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহণ করবে স্থানীয় যুবকেরা। ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্যরা আজকের দেশ কে জানান, মাদক দ্রব্য সব সম্ভাবনাকে ই অসম্ভব করে দেয়।

মাদকের ভয়াল গ্রাসে যুব সমাজ আজ ধধংসের দিকে ধাবিত হচ্ছে। প্রাথমিক স্কুল মাধ্যমিক বিদ্যালয়ের এবং কলেজের কোমলমতি ছেলে মেয়েরা মোবাইল ইন্টারনেটের মাধ্যমে খারাপ বন্ধুদের কবলে পড়ে এখন অধিকাংশ ক্ষেত্রেই মাদকাসক্ত হয়ে পড়েছে।

মাদক দ্রব্য থেকে ছেলে মেয়েদের নিরাপদ রাখতে সরকারের পাশাপাশি অভিভাবকদের ও সচেতন হতে হবে।

নেশার জগতে নয় আমাদের সন্তানদের ক্রিড়া জগতের দিকে ধাবিত করতে হবে।

উক্ত ফুটবল টুর্নামেন্টের ইলেকট্রনিক মিডিয়ার দায়িত্বে থাকবে সকলের প্রিয় মাফুদুল হক লিখন এবং সার্বিক দায়িত্বে থাকবে রকিবুজ্জামান পলাশ।