খুলনা বিভাগের ১১৯ ইউপি নির্বাচন স্থগিত

জাতীয়

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় খুলনা বিভাগের ১১৯ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া নির্বাচনগুলো ধাপে ধাপে শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।


বিজ্ঞাপন

ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতিও শেষ করেছিল। প্রথম ধাপের ৩৭১টি ইউপি ও ১১টি পৌরসভায় ভোটগ্রহণ করা হবে। তবে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

খুলনা বিভাগে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী। প্রতিদিনই বাড়ছে শনাক্তের সংখ্যা। যেখানে গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৫৭৮ জনের, যা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত বিভাগে সর্বোচ্চ শনাক্ত।

এ নিয়ে খুলনা বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৬৯৫ জনের। ফলে ১১৯ ইউনিয়ন পরিষদে নির্বাচন স্থগিতের ঘোষণা এলো।

এর আগে দেশে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় স্থগিত করা হয়েছিলো প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ, ১১টি পৌরসভায় নির্বাচন ও লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচন। পরে বুধবার (২ জুন) ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার জানান, স্থগিত হওয়া এ নির্বাচনে আগামী ২১ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।