ভেজাল বিরোধী অভিযান

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এর নেতৃত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত ধানমন্ডি, কলাবাগান এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন

এ সময় উক্ত এলাকায় অনিবন্ধিত অবস্থায় ব্যবসা পরিচালনা করার দায়ে Igloo (ইগলু আইসক্রিম) উৎপাদনকারী/বাজারজাতকারী প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী, ১,০০০০০/- (এক লক্ষ টাকা)অর্থদন্ড প্রদান ও তাৎক্ষনিক আদায় করা হয়। এসময় খাদ্যের নিরাপদতা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের এর একটি চৌকস টীমসহ অন্যান্য সহকর্মী। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ভেজাল বিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।