আমি মানুষ

সাহিত্য

সাবরীনা মান্নান
আয়নার শার্ষিতে নিজের প্রকৃত চেহারা দেখে আমি আৎকে উঠি না,
রাস্তার ধারে ক্ষুধার্ত শিশুর কান্না আমাকে ব্যাথিত করে না,
বৃদ্ধাশ্রমে বাবা মায়ের করুন আর্তনাদ আমাকে আন্দোলিত করে না,
ধনী গরিবের মাঝে বিরাজমান অসম বণ্টন আমাকে একদমই ভাবায় না,
আমি মানুষ।
আমি ধর্মকে আকড়ে ধরে বেঁচে থাকার ভান করি,
আমার সমস্তটাই নতুন এবং ঝকঝকে,
বাড়ির সামনে লোহার দরজার বাইরে, ভিক্ষুক নামধারী ওরা কারা? আমি জানিনা, জানতেও চাইনা।
রাস্তার পাশে মানুষগুলো কি নোংরা, আমি ভাই সেসাইটি মেইনটেইন করে চলি।
সময় পেলে দূ এক প্যাকেট চাল ডাল দেইনা কে বলেছে?
সোশ্যাল মিডিয়ায় দেখোনি আমায়?
কোথায় কে কিভাবে মারা গেলো, তাতে আমার কি এসে যায়?
আমার পোষা কুকুরগুলি ঠিকমতো খাচ্ছে কি?
গাড়িটা পুরনো মডেলের হয়ে গেলো হয়তো!
নতুন একটি বাড়িও করা দরকার, শুনেছি আজকাল বাড়ির ছাদে সুইমিংপুল থাকে।


বিজ্ঞাপন

আকাশের দিকে তাকিয়ে কি খোঁজো তুমি?
ফুল পাখি জোছনা অসহ্য, আদিখ্যেতা,
বৃষ্টির শব্দ অসহনীয়, বিরক্তিকর!
কবিতা, সে আবার কি?
গান, অবশ্যই রক বা মেটাল
সতীনাথ, প্রশ্নই ওঠে না।

শুনে রাখো আমি এমনই
আমিই মানুষ!