বঙ্গবন্ধুর ছয় দফাই বাংলাদেশের স্বাধীনতা

জাতীয়

বিশেষ প্রতিবেদক : ছয় দফা সম্পর্কে বলতে গিয়ে সব্যসাচী সাহিত্যিক সৈয়দ শামসুল হককে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আমার দফা আসলে তিনটা।


বিজ্ঞাপন

কতো নেছো (নিয়েছ), কতো দেবা (দিবে), কবে যাবা?’
পাকিস্তানিরা দুই যুগে বাংলার কতো অর্থ শোষণ করেছে, সেগুলো কবে ফেরত দেবে, এবং তারপর কবে বাংলা ছেড়ে চলে যাবে- এটাই বোঝাতে চেয়েছেন বঙ্গবন্ধু।

তার মানে, ছয় দফার মূল দফা ছিল আসলে একটাই, সেটা হলো- বাঙালির স্বাধীনতা।
১৯৬৬ সালে ছয় দফা ঘোষণা করেই স্বাধীনতার বীজমন্ত্র বপন করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার পাঁচ বছরের মাথায় স্বাধীনতা অর্জন করি আমরা।