ক্বারী আমীর উদ্দিন আহমেদ’র জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট

শাহ ইসমাইল সিলেট ব্যুরো : গতকাল ২১জুন ক্বারী আমীর উদ্দিন আহমেদ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে সিলেটস্থ টুকের বাজার অস্থায়ী কার্যালয়ে ক্বারী আমীর উদ্দিন আহমেদ এর জীবন ও কর্ম নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

সভায় উপস্থিত ছিলেন, ক্বারী আমীর উদ্দিন আহমেদ শিষ্য-অনুরাগীদের মধ্যে মুজিবুর রহমান মালদার, বাউল জুয়েল আহমেদ, বাউল উদাসী মুজিব, গোলাম হায়দার রুবেল, শাহ সিদ্দীকুর রহমান,বাউল শফিক উদ্দিন, প্রভাষক বাবুল দেব, আব্দুল হাকীম, আজির মিয়া, ইসকন্দর, মো আমীন উদ্দিন, রেদুয়ানআহমেদ, জালাল উদ্দীন, আল আমীন, রুবেল আহমদ প্রমুখ।

সভায় বক্তারা ক্বারী আমীর উদ্দিনের বহুল প্রচলিত জনপ্রিয় গান ” লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে” বিকৃত ভাবে উপস্হাপনের বিরুদ্ধে নিন্দা জানানো হয়।

সভায় উপস্থিত সবাই এ ব্যাপারে সতর্ক থাকার জন্য একাত্মতা প্রকাশ করেন ও ভবিষ্যতে বিকৃতকারী এহেন তথাকথিত শিল্পীদের প্রতিহত করার জন্যে কর্মপন্থা নির্ধারণ করতে আলোচনা করেন। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।