তন্ত্র

সাহিত্য

বাপ্পি সরদার


বিজ্ঞাপন

সবাই বলে গণতন্ত্র
সেটা আবার কি?
উন্নয়নের জন্য এবার
নতুন এলো মন্ত্র,
আমরা এবার দিচ্ছি নতুন গণতন্ত্র।

কেউ আবার বলে বাদ দে ঐ সব তন্ত্র,
ফিরে চলেক দেবো এবার নিরপেক্ষ অংক।

কি যে বলে মাথামোটা
বোঝেনা ওরা কোনকিছু,
নতুন করে করবো এবার ইসলামী তন্ত্র,
শয়তানের সব বদকে ধরে
চালু করব আল্লাহর আইনের মন্ত্র।

পথে-ঘাটে কথা বলে জনগণের হয়ে,
ঝড়-বৃষ্টিতে ভিজে বাম, জল পরে গায়ে।
শোনায় ওরা কত কথা সবাই হবে শান্ত,
দেবে তারা ফিরিয়ে এবার সমাজতন্ত্র।

গোলক ধাঁধায় পড়ে জনগণ
খাবি- খাচ্ছে সারাক্ষণ,
ভোটের আগে কত কথা
ভোট শেষে যায় না দেখা,
রাজা বাদশার ভাব দেখিয়ে
বছরের পর বছর তারা দিচ্ছে পাড় করিয়ে।

সবাই বলে হচ্ছে হবে
কপাল পোড়া আহারে,
নামেমাত্র ভোটের মালিক
ছাপ মারে পাঁচ বছরে।

বলে সবাই আসবে এবার নতুন গণতন্ত্র,
দলের মধ্যে চলে সবার পরিবারতন্ত্র।

নতুন করে চলার দিশা
দেখাবে কে আবার আশা।
বন্ধ হবে সকল তন্ত্র,
উদ্ভাসিত হোক মানব মন্ত্র।