যশোরকে মাদকমুক্ত করতে চান পুলিশ সুপার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম এর নির্দেশক্রমে মাদক ও চোরাচালান মুক্ত যশোর জেলা গঠনের লক্ষ্যে এএসপি নাভারন সার্কেল ও মোঃ বদরুল আলম খান, অফিসার ইনচার্জ শার্শা থানা, যশোরের সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) সামনুর মোল্লা সোহান ভারপ্রাপ্ত ইনচার্জ গোড়পাড়া পুলিশ ক্যাম্প, শার্শা থানা, যশোর সঙ্গীয় ফোর্স সহ শুক্রবার ৯ জুলাই, সাড়ে ৬ টার সময় শার্শা থানাধীন ফুলসরা গ্রামস্থ জনৈক আলী হোসেন (৬০), পিতা-মৃত কদম আলীর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে মোঃ জিন্নাত আলী (৫২), পিতা-মৃত আঃ সামাদ মীর, মাতা-মৃত হালিমা খাতুন, সাং-সরবাংহুদা (মাঠপাড়া), থানা-বেনাপোল পোর্ট থানা এবং মোঃ এসকেন্দার আলী (৪৫), পিতা-মৃত নুর মোহাম্মদ, মাতা-মৃত আলিমুন নেছা, সাং-আর.এন রোড মহল্লা (নলডাঙ্গা রোড আলাউদ্দিন এর বাড়ির পাশে), থানা-কোতয়ালী, উভয় জেলা-যশোরদ্বয়কে ০৪ কেজি গাঁজা এবং একটি মটর সাইকেল সহ ধৃত করেন। উক্ত বিষয়ে শার্শা থানায় ১ টি মাদক মামলা রুজু হয়েছে।


বিজ্ঞাপন