সিলেটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির মাস্ক বিতরণ

সিলেট

নিজস্ব প্রতিনিধি : করোনাভাইরাস সংক্রমণের ঢেউ ঠেকাতে পথচারী, শিশু ও শ্রমিকদের মাঝে মাস্ক বিতরণ ও সচেতনামূলক প্রচারণা করছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। সোমবার ১২ জুলাই, বিকেলে সিলেট সদর উপজেলা পাঁচ নং টুলটিকর ইউনিয়ন বালুচর পয়েন্ট এলাকায় এ মাস্ক বিতরণ করেন ক্লীন সিলেট প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মোহন আহমেদ।


বিজ্ঞাপন

এসময়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী সমাজ সেবক আলহাজ্ব তোফাজ্জল হোসেন।
ক্লীন সিলেট সভাপতি সাংবাদিক বদরুর রহমান বাবর।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন আহমেদ। ক্লীন সিলেট যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন সোহাগ, ক্লীন সিলেট সদস্য তপন দেব।
ক্লীন সিলেট অর্থ সম্পাদক মোঃ নাদিম আহমেদ, পাঁচ নং টুলটিকর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আলী হোসেন।

সৈয়দ আকরাম আল সাহান বিভাগীয় প্রতিনিধি, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, সিলেট বিভাগ। মোঃ সাজু আহমেদ সাজু সিলেট সদর উপজেলা প্রেসক্লাব আহবায়ক। মোঃ শাহান আহমদ চৌধুরী। সিলেট সদর উপজেলা প্রেসক্লাব সদস্য সচিব।

সাংবাদিক দেওয়ান জাকি চৌধুরী, সাংবাদিক আব্দুল গফুর,সাংবাদি রায়হান,সাংবাদিক মোঃ নুরুল ইসলাম, সাংবাদিক ফোজায়েল আহমদ,সাংবাদিক তুহিনুর রহামন শাহজাহান, সাংবাদিক আফজাল আহমেদ। সাংবাদিক ফারুক আহমেদ। সাংবাদিক রায়হান আমেদ। সাংবাদিক বাপ্পি আক্তার।

এসময়ে অতিথিবৃন্দরা তাদের বক্তব্যে বলেন। দেশের অন্যান্য জেলার মতো সিলেটে ও প্রতিনিয়ত করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে।

তাই মানুষকে সচেতন করতে মাস্ক বিতরণ ও সচেতনামূলক প্রচারণা করা হচ্ছে বাংলাদের মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর পক্ষ থেকে।

এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সবাই মফস্বল সাংবাদিক সোসাইটির মঙ্গল কামনা করেন।