অধিকাংশ মানুষের চরিত্র বড়ই বিচিত্র

বিবিধ

জাকির হোসেন শাহীন : আমাদের কাছে আজকের ভাল মানুষটা কাল হঠাৎ খারাপ মানুষ হয়ে যায়।
আজকের চরিত্রবান, নীতিবান মানুষটা কালকে নীতিহীন চরিত্রহীন হয়ে যায়। আজকে যার প্রশাংসায় পঞ্চমুখ কাল তার রিরুদ্ধে নিন্দার ঝড় তুলি ।


বিজ্ঞাপন

আমরা অধিকাংশ মানুষই এই চরিত্র বহন করি।অনেককেই আমরা স্বার্থের জন্য ব্যবহার করি বা আবার কারো কাছ থেকে বিন্দু পরিমান স্বার্থহানি হলেই ছুড়ে ফেলি।

কখনো দেখা যায় কারো টাকা পয়সা, ক্ষমতা, পদপদবী দেখে সেই ব্যক্তির বন্দনায় অস্থির। মনে হয় ওইব ব্যক্তি দেবতাতুল্য। মজার ব্যাপার হল সেই টাকা পয়সা বা ক্ষমতাবান ব্যক্তি যখন কোন কারনে অসুবিধায় পড়েন সেই প্রশাংসায় পঞ্চমুখ, স্বার্থের জন্য থাকা মানুষটিই সবার আগে লাপাত্তা হয়ে যায়।

আবার কেউ যদি আপনার দশটা কাজে বা বিপদের মধ্যে নয়টা কাজেই আপনার পাশে থাকে, সাহায্য সহযোগিতা করে কিন্তু বাকী একটা বিপদ বা কাজে আপনার পাশে পারিপার্শ্বিক অবস্থার কারনে হয়ত থাকতে পারে না, তাহলেই মহাভারত অশুদ্ধ হয়ে যায়। তখন সে দুনিয়ার সবচাইতে খারাপ মানুষ হয়ে যায়।

আসুন আমরা আর একটু বিবেচক হই, একটু কৃতজ্ঞবোধ জাগ্রত করি।