সিআরপি নিয়ে তোলপাড়

চট্টগ্রাম

নিজস্ব প্রতিনিধি : সিআরপি নিয়ে চট্টগ্রামের মাটিতে যে তোলপাড় শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় ২৫ আগস্ট বুধবার বিকেল তিনটা সিআরপি হসপিটালের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের চেয়ারম্যান মরহুম জহুর আহমেদ চৌধুরী সুযোগ্য সন্তান জসীমউদ্দীন চৌধুরী উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড সহকারি কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম সাহেব উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা পরিবারবর্গ ও মুক্তিযুদ্ধের সপক্ষের লোক’আজ এই প্রতিবাদ সভা সিআরপিতে ৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়েছিলেন তাদেরকে এই সিআরপিতে সমাধি রয়েছে কাজেই এই শহীদের রক্তের উপর দিয়ে গিয়ে কাউকে স্বার্থ হাসিল করতে দেওয়া হবে না সে যত বড়ই হোক তাকে আন্দোলনের মাধ্যমে সিআরপি থেকে বিতাড়িত করা হবে এবং তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে মুক্তিযোদ্ধার সরকার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন আপনি আপনি মুক্তিযোদ্ধাদের অভিভাবক এবং চট্টগ্রামের সর্বস্তরের জনগণের অভিভাবক আপনি সিআরপি থেকে এই হসপিটাল অন্য জায়গায় স্থানান্তর করেন আপনি পারবেন চট্টগ্রামের জনগণ পরিবেশ নষ্ট করে এই হসপিটাল হতে দিবে না তাই আপনি খুব দ্রুত এই পদক্ষেপ নিন পরিবেশ বাঁচান পরিবেশ ঠিক থাকলে মানুষ বাঁচবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাদেশ সাইবার কমিউনিটি জয় হোক মানবতার জয় হোক সততা।


বিজ্ঞাপন