রাজধানীতে বসছে ২৪টি পশুর হাট

জাতীয় জীবন-যাপন ঢাকা রাজধানী

নিজস্ব প্রতিবেদক : ঈদ উল আজহা উপলক্ষে রাজধানীর দুই সিটি করপোরেশন এবার ২৪টি পশু বেচাকেনা হাটের অনুমোদন দিয়েছে।
এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১০টি স্থানে আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বসবে ১৪টি।
মঙ্গলবার এ সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বলে জানিয়েছেন প্রাণিসম্পদ অধিদফতরের সহকারী পরিচালক (খামার) ড. এ বি এম খালেদুজ্জামান।
তিনি জানান, রাজধানীতে এবার ২৪টি পশুর হাট বসবে। এর মধ্যে ২৩টি অস্থায়ী ও একটি স্থায়ী পশুরহাট। তিনি আরও জানান, পশুর প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য ২৫টি ভেটেরিনারি মেডিক্যাল টিম কাজ করবে এসব হাটে।
সারা দেশে মোট ২ হাজার ৩৬২টি পশুর হাট বসবে বলেও নিশ্চিত করেন তিনি।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *