রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৩

অপরাধ আইন ও আদালত জাতীয় রাজধানী

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে ৭৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মো. মাসুদুর রহমান জানান, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের কাছ থেকে ২১০৪টি ইয়াবা, ১১৮৭ পুরিয়া হেরোইন, ৭৫ পুরিয়া গাঁজা এবং ৬৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৪টি মামলা করা হয়েছে বলে জানান মাসুদুর রহমান।
ছয়টি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩: রাজধানীর শ্যামপুরের গেন্ডারিয়া থেকে ৬টি আগ্নেয়াস্ত্রসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন- রাজু গাজী (৪৩), মিনহাজুল ইসলাম (২৮) ও শওকত হোসেন (৩৮)। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মো. মাসুদুর রহমান জানান, গতকাল শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে গেন্ডারিয়া কাঁচা বাজার এলাকায় অভিযানের তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে চারটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার, সাতটি ম্যাগাজিন ও ১২৮ রাউন্ড গুলি পাওয়া যায়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *