কোভিড১৯ টিকাদান কার্যক্রম উন্নয়ন ও সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্বাস্থ্য

নিজস্ব প্রতিনিধি : গত সোমবার রাজধানীর গুলশানস্থ একটি বেসরকারি মিলনায়তনে কোভিড ১৯ টিকাদান কার্যক্রম উন্নয়ন ও সমন্বয় বিষয়ে একটি কর্মশালা আয়োজন করা হয়, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মিরজাদী সেব্রিনা ফ্লোরা এবং স্বাস্থ্য অধিদপ্তর, ইউনিসেফ, সেইভ দ্য চিলড্রেন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা ও বিশেষজ্ঞ গণ।

কর্মশালায় কোভিড ১৯ টিকাদান কার্যক্রম আরও জোরদার করার ব্যাপারে আলোচনা করা হয়।

উক্ত কর্মশালায় উপস্থিত কর্মকর্তাগণ টিকাদান কেন্দ্র সংখ্যা বৃদ্ধিকরণ ও কোভিড ১৯ টিকাদান কার্যক্রম বৃদ্ধি করা সহ শিডিউলিং প্রক্রিয়া সহজ করে আরও অধিক সংখ্যক মানুষকে দ্রুত ভ্যাক্সিনেশন কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

এই কার্যক্রমের ফলে দ্রুত অধিকতর জনগণকে টিকাদান কর্মসূচীর আওতায় আনা সম্ভব হবে।

এছাড়া গ্রামের ও টিকা কেন্দ্র থেকে দূরবর্তী অঞ্চলের মানুষের জন্য কোভিড ১৯ টিকাদান কার্যক্রম সহজতর হবে।