দিনাজপুরে পুস্টি খাতের অর্জন বিষয়ক অবহিত করন কর্মশালা অনুষ্ঠিত

স্বাস্থ্য

নিজস্ব প্রতিনিধি : গত ১৮ সেপ্টেম্বর , শনিবার , স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের শহীদ ডা. আব্দুল জব্বার মিলনায়তনে ‘মাতৃদুগ্ধ বিকল্প আইন ২০১৩ ও বিধি ২০১৭’ ও পুষ্টি খাতের অর্জন বিষয়ক অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

কর্মশালায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, এইডস/এসটিডি কার্যক্রমের পরিচালক ডা. আমিনুল ইসলাম মিয়া, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো: মোতাহারুল ইসলাম, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হোসেন সহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, দিনাজপুরের তত্ত্বাবধায়ক, দিনাজপুরের জেলা প্রশাসক, উপ পরিচালক, জেলা পরিবার পরিকল্পনা, দিনাজপুর, সভাপতি, বিএমএ -দিনাজপুর, সিভিল সার্জন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

একই দিনে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, দিনাজপুরের জেলার সিভিল সার্জন ডা. মো: আব্দুল কুদ্দুছ এর তত্ত্বাবধানে Strengthening HTS and Integration of Comprehensive HIV Services শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় স্বাস্থ্য সেবাকে মানুষের কাছে আরও সহজলভ্য করে তোলা সহ গুণগত মানের উত্তরোত্তর উন্নয়নের ব্যাপারে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।