শাহপরাণ (রহঃ) থানায় ২১৪ পিস ভারতীয় রেডবুলসহ আটক ২

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : অনুষ্ঠিতগত শনিবার ১৮ সেপ্টেম্বর অনুমান দুপুর ১টা ২০ মিনিটে শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিসুর রহমান সার্বিক দিক নির্দেশনায় শাহপরাণ (রহঃ) থানায় কর্মরত এসআই/মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সিয়েরা-৬৩ (দিবাকালীন) ডিউটি করাকালীন কতিপয় চোরাকারবারী ভারতীয় পণ্য (ENERGY DRINK) নিয়ে সিলেট শহরের দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহঃ) থানাধীন বিআইডিসি গেইটের সামনে সিলেট-তামাবিল মহাসড়কের পাকা রাস্তার উপর চেকপোষ্ট শুরু করেন।


বিজ্ঞাপন

চেকপোষ্ট করা কালে সন্দেহজনকভাবে একটি সবুজ রংয়ের সিএনজি (যার রেজিঃ নং-সিলেট-থ-১২-৩০৩৪) কে থামার জন্য সিগন্যাল দিলে সিএনজি গাড়ীটি সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টাকালে এসআই(নিঃ)/মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিএনজি গাড়ীসহ দুই জনকে আটক করেন।

আটককৃত সিএনজি গাড়ী ও ধৃতদের দেহ তল্লাশী করে ধৃতদের দেখানো মতে তাদের হেফাজত হতে ২ (দুই) টি খাকী রংয়ের কার্টুনের ভিতর রক্ষিত ২১৪ (দুইশত চৌদ্দ) RED BULL ENERGY DRINK . প্রতিটি ক্যানের গায়ে ইংরেজীতে RED BULL ENERGY DRINK সহ ২৫০ml ও IMPORTED FOR INDIA BY RED BULL INDIA Pvt.Ltd 1st Floor B Wing 215. Atrium, chakalo Andheri karla Road , Anderi(E), Mumbai-4093 সহ আরও অন্যান্য ইংরেজী লেখা আছে।

প্রতিটি ক্যানে তরলের পরিমাণ ২৫০ মিলি করে ২১৪ টি ক্যানের সর্বমোট পরিমাণ ৫৩,৫০০ মিলি বা ৫৩.৫০ লিটার, প্রতি ক্যানের অনুমান মূল্য ৪০০ (চারশত) টাকা করে সর্বমোট মূল্য অনুমান ৮৫,৬০০ (পঁচাশি হাজার ছয়শত) টাকা উদ্ধার করেন। এসআই/মোঃ সাইফুল ইসলাম উদ্ধারকতৃ ভারতীয় RED BULL ENERGY DRINK ও বহনকাজে ব্যবহৃত সিএনজি গাড়ীটি জব্দ তালিকা মূলে জব্দ করেন।

গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদে একজন সিলেট জেলার জৈন্তাপুর থানার হেমু ভেলেপোড়া সাকিনের হুসন মিয়ার ছেলে মোঃ ইছাক মিয়া (১৫) এবং অপরজন সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার মুরাদপুর গ্রামের মৃত ফজর আলী এর ছেলে গোলাম কিবরিয়া (৪৫) বলে জানা যায়।

আরো জিজ্ঞাসাবাদে ধৃতরা বিক্রয়ের উদ্দেশ্যে চোরাচালানের মাধ্যমে ভারতীয় RED BULL ENERGY DRINK নিয়ে এসে নিজেদের হেফাজতে রাখেন মর্মে স্বীকার করে।

উক্ত ঘটনায় ধৃতদের বিরুদ্ধে শাহপরাণ (রহ:) থানার মামলা নং-১৬, তারিখ-১৮ সেপ্টেম্বর, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি রুজু করা হয়েছে। অফিসার ইনচার্জ, শাহপরাণ (রহঃ) থানা, এসএমপি, সিলেট বিষয়টি নিশ্চিত করেন।