উপ-সহকারী মেডিকেল কর্মকর্তা পদ সৃষ্টি ও পদায়ন দাবি ডিপ্লোমা চিকিৎসকদের

জাতীয় জীবন-যাপন রাজধানী

নিজস্ব প্রতিবেদক : উপ-সহকারী মেডিকেল কর্মকর্তা পদ সৃষ্টি ও পদায়নের দাবিসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন ডিপ্লোমা চিকিৎসক নিয়োগ ও কর্মসংস্থান বাস্তবায়ন পরিষদের সদস্যরা। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে তারা এসব দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত ও রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ অধিভুক্ত বর্তমানে সরকারি ৯টি ও বেসরকারি ২০৯টি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল রয়েছে। এসব প্রতিষ্ঠানে চার বছর মেয়াদি কোর্স সম্পন্ন করার ব্যবস্থা রয়েছে। ডিপ্লোমা চিকিৎসকরা চাকরির ক্ষেত্রে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা পদে সুনামের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। স্বাস্থ্য অধিদফতর ও পরিবার পরিকল্পনা অধিদফতরের অধীনে অনেক শূন্য পদ থাকলেও সেখানে নিয়োগ দেওয়া হচ্ছে না। বক্তারা দাবি জানান, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ডিপ্লোমা চিকিৎসকদের নিয়োগ দিলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং বিশাল জনগোষ্ঠীর বেকারত্ব কাটবে বলে আমরা মনে করি। ডিপ্লোমা চিকিৎসকদের দাবিগুলো হলো -কমিউনিটি ক্লিনিকে ডিপ্লোমা চিকিৎসকদের জন্য উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা পদ সৃষ্টি ও পদায়ন করা, স্বাস্থ্য অধিদফতর ও পরিবার পরিকল্পনা অধিদফতরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা শূন্য পদে দ্রুত নিয়োগ ও নতুন পদ সৃষ্টি করা এবং সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ডিপ্লোমা চিকিৎসকদের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া। মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব ডাক্তার মো. নাহিদ খন্দকার, আহ্বায়ক ডাক্তার নাজমুল হোসেন এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *