ডেঙ্গুকে ‘গুজব’ বললেন মমতাজ

এইমাত্র জীবন-যাপন জীবনী ঢাকা সারাদেশ স্বাস্থ্য

মানিকগঞ্জ প্রতিনিধি : ডেঙ্গু একটা গুজব বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। মঙ্গলবার মানিকগঞ্জের সিংগাইরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন

মমতাজ বেগম বলেন, জ্বর আসলেই মানুষ মনে করে ডেঙ্গুজ্বর হয়েছে। বিষয়টা আসলে তা না, ডেঙ্গু এটা গুজব, আপনারা গুজবে কান দিবেন না।

তিনি আরো বলেন, ডেঙ্গুজ্বর যদি হয়ে থাকে আপনারা হাসপাতালে এসে চিকিৎসা নিবেন। আমাদের পর্যাপ্ত ওষুধপত্রের ব্যবস্থা আছে। এ ছাড়া ডেঙ্গু মোকাবিলা করার জন্য ডাক্তারদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

বাড়ির আশপাশ পরিষ্কার রাখলে ডেঙ্গুর আক্রমণ থেকে রেহাই পাওয়া যাবে বলেও জানান তিনি।

মমতাজ বেগম বলেন, পদ্মা সেতুর জন্য মাথা লাগবে। এ গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একশ্রেণির লোকজন। এসব গুজবে কেউ কান দিবেন না।

সভা শেষে সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের নেতৃত্বে হাসপাতাল সংলগ্ন এলাকায় পরিষ্কার-পরিছন্নতা অভিযান পরিচালনা করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *