পুলিশ-ডাক্তার সবাই আওয়ামী লীগ হয়ে গেছে

এইমাত্র জীবন-যাপন ঢাকা রাজনীতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি : পুলিশ-ডাক্তার সবাই আওয়ামী লীগ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) উদ্যোগে স্থানীয় খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এর আয়োজন করা হয়।


বিজ্ঞাপন

শামীম ওসমান বলেন, এখনো ষড়যন্ত্র চলছে। ১৯৭৫ সালের ১৫ আগস্টের মতো ঘটনা এখনো ঘটতে পারে। আমার কাছে কেমন কেমন লাগে। আমি একটু গন্ধ বেশি পাই। কারণ আমি নিজে ভিকটিম ছিলাম।

তিনি বলেন, আমাকে দুইবার মন্ত্রী করার কথা বলা হয়েছিল, মন্ত্রী হইনি। ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারির কথা বলা হয়েছিল, সেক্রেটারি হইনি। আমরা রাজনীতি করি দেশকে ভালোবেসে, রাজনীতি করি সত্যকে উঁচু করে তোলার জন্য, রাজনীতি করি সাদাকে সাদা কালোকে কালো বলার জন্য।

শামীম ওসমান বলেন, এখন দেখি সবাই আওয়ামী লীগ হয়ে গেছে। পুলিশ-ডাক্তার সবাই আওয়ামী লীগ হয়ে গেছে। তাদের কারণে আসল আওয়ামী লীগ পেছনে পড়ে গেছে।

তিনি আরো বলেন, এখন সবাইকে মুক্তিযুদ্ধের শক্তি মনে করলে সমস্যা, সবাইকে আওয়ামী লীগ মনে করলে সমস্যা। অমুক্তিযুদ্ধ শক্তির ধাক্কায় প্রকৃত মুক্তিযোদ্ধারা চলে যান। চরম দুশ্চরিত্র দুর্নীতিবাজও দুর্নীতিমুক্ত করার কথা বলছে। এ সিস্টেমটা ভালো না।

নারায়ণগঞ্জ জেলা শাখার স্বাধীনতা চিকিৎসা পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. চৌধুরী ইকবাল বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু জাহের, স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. এম ইকবাল আর্সলান, মহাসচিব ডা. এমএ আজিজ প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *