আসামের অর্থমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া জবাব

অন্যান্য আন্তর্জাতিক এইমাত্র জাতীয় রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : আসাম রাজ্যের অর্থমন্ত্রী বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মার ‘আসাম থেকে ১৫ লাখ লোককে বাংলাদেশে ফিরিয়ে নিতে বলা হবে’ মন্তব্য প্রসঙ্গে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল কড়া জবাব দিয়েছেন।


বিজ্ঞাপন

দেশের একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রশ্নই আসে না। আমাদের দেশের যদি নাগরিক না হয়ে থাকে, তাহলে আমরা কেন আনতে যাবো তাদের। প্রথম কথা হলো, আমাদের দেশ থেকে গিয়েছে কিনা, সেটা তাদের আগে প্রমাণ করতে হবে।’

‘এছাড়াও আরও প্রমাণ করতে হবে এরা ৭১-পর আমাদের এ দেশ থেকে গিয়েছে। প্রমাণ করতে হবে, তারা বাংলাদেশি মানুষ। তারা যে কাউকে ঠেলে দেবে আর আমরা নিয়ে নেবো, এ ধরনের পরিস্থিতি তৈরি হয়নি, আর আমি মনে করি এটা কখনও হবেও না।’

এর আগে আসামের চূড়ান্ত নাগরিক তালিকায় ১৯ লাখ লোক বাদ পড়ার একদিন পর রাজ্যটির অর্থমন্ত্রী বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘১৪-১৫ লাখ বিদেশিকে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশকে তাদের এই ১৪-১৫ লাখ লোককে ফিরিয়ে নিতে বলা হবে।’

গত সোমবার দিবাগত রাতে ‘একাত্তর জার্নাল’ অনুষ্ঠানে সাংবাদিক মীর মাসরুর জামান এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য জানতে চাইলে মন্ত্রী আরও বলেন, ‘সম্প্রতি ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে আমি ভারতে গিয়েছিলাম। এই বিষয়ে কোনও কথাই তিনি বলেননি। আমাদের কথা স্পষ্ট, আমাদের প্রধানমন্ত্রীর সিদ্ধান্তও তাই, আমরা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করবো না। যতক্ষণ পর্যন্ত তারা এই বিষয়ে আমাদের সঙ্গে কথা না বলে।’

‘৭১-এর পর আমাদের বাংলাদেশ থেকে কেউ গেছে বলে আমাদের ধারণা নেই। পাকিস্তান যখন স্বাধীন হলো—এখানে আসছে, আমাদের দেশ থেকেও ওখানে গিয়েছে। ছিটমহল বিনিময়ের সময়ও কিন্তু সবাই যাননি। যারা যাওয়ার জন্য চূড়ান্ত তালিকায় নাম দিয়েছিলেন, তাদের থেকেও কয়েকশ আবার ফিরে এসেছেন। আমাদের দেশ থেকে ৭১-এর পর কেউ ভারতে যাননি। হয়তো চিকিৎসার জন্য গিয়েছেন। চাকরি-বাকরি পান কিনা, সেজন্য গেছেন। অবস্থানের জন্য কেউ যাননি। ভারত সরকার তাদের অভ্যন্তরীণ বিষয়ে কী করতে চান, যখন আমাদের সঙ্গে কথা বলতে চাইবে, তখন মন্তব্য করা যাবে। এখন আমাদের বলার বিছুই নেই।’

রোহিঙ্গাদের মতো আসাম থেকেও মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হবে কিনা, ‘একাত্তর জার্নাল’ অনুষ্ঠানের উপস্থাপক মিথিলা ফারজানার এই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের একটা চমৎকার সম্পর্ক রয়েছে। আমি মনে করি না, এ ধরনের একটা অবস্থান সৃষ্টি করবে বা সৃষ্টি হবে। এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। তারা নিজেরাই এটা সমাধান করবে। আমাদের এখানে কোনও যুক্ত হওয়ার কিংবা আমাদের এখানে পথ পাওয়ার কোনও অবস্থান সৃষ্টি হবে না।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *