সাকিব না চাইলে নতুন অধিনায়ক চান সুজন

এইমাত্র ক্রিকেট খেলাধুলা

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান টেস্ট খেলতে আগ্রহী নয়- বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তারপরও তাকেই করা হয়েছে টেস্ট দলের অধিনায়ক! বেশ কিছু দিন থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। তবে এবার আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের আগে ও পরে সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছেন তিনি এই ফরম্যাটে নেতৃত্ব দিতেও আগ্রহী নয়। এই অধিনায়কত্বের কারণে তার পারফরম্যান্সের ওপর প্রভাব পড়ছে।


বিজ্ঞাপন

সাকিবের এই ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্টের প্রধান ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তার মতে, সাকিব যদি অধিনায়কত্ব উপভোগ করতে না চান, তবে ছেড়ে দেওয়াই উত্তম। বিশ্বসেরা অলরাউন্ডার যদি পারফরম্যান্সের দিকে মনোযোগী হতে চান তবে সেটাই সবার জন্য ভালো। গতকাল শনিবার সংবাদমাধ্যমকে এ কথা বলেন সুজন।

সুজন বলেন, ‘সাকিব আমাদের সেরা অধিনায়কদের একজন। তার ক্রিকেট মেধা নিয়ে কারও প্রশ্ন থাকার কথা না। সাকিব যদি নিজে অধিনায়কত্ব করতে না চায়, যদি সে উপভোগ না করে তাহলে তো অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ’

তিনি আরো বলেন, ‘সাকিব যেটা বলেছে আমি শুনেছি, পারফরম্যান্সের জন্য আরও বেটার হবে যদি ও অধিনায়কত্ব না করে। আমরা তো চাই সাকিবের পারফরম্যান্স। বিশ্বকাপে আমাদের এই পর্যন্ত আসার পেছনে আমি মনে করি সাকিবের একারই অবদান। টিকে থাকলেই সাকিব ক্যান গিভ সামথিং। ’

সাকিব ছাড়া বিকল্প কেউ নেতৃত্ব নেওয়ার মতো নেই এমনটা উড়িয়ে দেন সুজন, ‘আপনি বলতে পারেন আমাদের অধিনায়ক নাই। এই কথাটাও আমি বিশ্বাস করি না। আপনি কিভাবে জানেন আমাদের অধিনায়ক নাই? অধিনায়ক তো আপনি কাউকে দিয়ে দেখতে হবে সে থাকে কি না? জাতীয় দলে তো আরও ১১ জন খেলোয়াড় আছে। বিভিন্ন সংস্করণে তিনটা সংস্করণে জন্য চেষ্টা করেন। যদি সাকিব করতে না চায়, ও যদি ওর পারফরম্যান্স নিয়ে চিন্তা করতে চায়, অবশ্যই সেটা বিসিবিকে চিন্তা করতেই হবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *