পাকিস্তানে যাচ্ছে সাকিব-মুশফিকরা!

এইমাত্র ক্রিকেট খেলাধুলা

স্পোর্টস ডেস্ক : নিজেদের দেশে ক্রিকেট ফেরাতে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড। সে লক্ষ্যে এ মাসে শ্রীলঙ্কার বিপক্ষে একটি পুর্নাঙ্গ সিরিজেরও আয়োজন করেছে তারা। সেই সাথে তাদের পরবর্তী সিরিজ গুলোও আয়োজন করতে চায় ঘরের মাঠে।


বিজ্ঞাপন

তিনটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলতে আগামী ২৩ অক্টোবর পাকিস্তান যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নারী ক্রিকেট দলের পর পুরুষ ক্রিকেট দলও পাকিস্তান সফর করবে!

আইসিসির এফটিপি অনুযায়ী আগামী বছর পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তান নিজেদের হোম সিরিজ সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করে আসছে। কিন্তু গত কয়েক বছর পাকিস্তান নিজেদের মাটিতে সিরিজ আয়োজন করছে। সেই সূত্রে এবার শ্রীলঙ্কা ক্রিকেট দলকে নিজেদের মাটিতে আতিথেয়তা দিচ্ছে পাকিস্তান।

এখন পাকিস্তান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে পাকিস্তানে আতিথেয়তা দিতে চাইছে। এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে নিরাপত্তা পরিকল্পনা পাঠিয়েছে পিসিবি। সেটি বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন,‘আমাদের দলগুলোর বিদেশ সফরের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপত্তা ছাড়পত্র। আমরা বিষয়টা নিয়ে কাজ করছি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দেশগুলোর হাই কমিশনের সাথে। তাদের রিপোর্টের উপর ভিত্তি করেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’

তবে এক্ষেত্রে নিরাপত্তা পর্যালোচনা করবে বিসিবি। পাঠানো হবে নিরাপত্তা টিম। অন্যান্য দেশের প্রতি সব সময় সহনশীল বিসিবি। শেষ পর্যন্ত পিসিবির প্রতি সহমর্মিতা দেখাতে যদি তাদের সিদ্ধান্ত মেনে নেয় তবে সামনে বছর পূর্নাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান যাবেন সাকিবরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *