হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে মাশরাফি

এইমাত্র জাতীয় রাজধানী রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এরপর থেকে নিজের সংসদীয় এলাকার জনগণের উন্নয়নে মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়ে চষে বেড়াচ্ছেন তিনি।


বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বলে জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।

তিনি বলেন, তার (মাশরাফি) এলাকায় একটি ফায়ার স্টেশন আছে যেটি তৃতীয় শ্রেণির, এটিতে নতুন একটি ফায়ার সার্ভিসের গাড়িসহ সেটিকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীতকরণ এবং এলাকার পুলিশ ফাঁড়িটার সংস্কার করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। এ সময় এলাকার উন্নয়নসহ বেশকিছু বিষয়ে কথা বলেছেন এমপি মাশরাফি।

এ সময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামও উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *