
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ে পবিত্র বার্ষিক ঈদে মিলাদুন্নবী (স:) (৫ নভেম্বর) বুধবার দুপুরে বিদ্যালয় হল রুমে প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বাবুল কান্তি দে, বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি, খরনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফজল আহাম্মদ চৌধুরী,সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাস, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শাহ ইলিয়াস চৌধুরী, সাবেক সদস্য মোহাম্মদ হাশেম।
সাবেক শিক্ষানুরাগী সদস্য ইন্জিনিয়ার জসিম উদ্দিন, শফিকুর রহমান, সমাজসেবক কামরুল হাসান, ফজলুল হক, মোহাম্মদ জসীম, কানুন উদ্দিন, মোঃ ইউসুফ, আবদুর রশীদ, নাছির উদ্দীন, সিনিয়র শিক্ষক সাধন চন্দ্র দে, রবীন্দ্র ঘোষ, মোঃ মুছা, জান্নাতুল ফেরদৌস, ইয়াসমিন আকতার, আবুল হোসেন তরুন, মিজানুর রহমান, মাওলানা সেলিম, মোঃ রিয়াদ, বজলুর রশিদ শাওন প্রমুখ। তকরির ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মনছুরুল ইসলাম।

অনুষ্ঠান শেষে স্কুলের প্রধান শিক্ষক নাছির উদ্দীন পটিয়া উপজেলায় শ্রেষ্ট গুনী প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থীসহ স্কুলের প্রাক্তন ছাত্র শিক্ষার্থীরা ফুলের শুভেচ্ছা জানিয়ে ক্রেষ্ট প্রদান করে সংবর্ধিত করেন।

