
পটিয়া ( চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় খাজা মঈনুদ্দিন চিশতি (রহ:) ওরশ পরিচালনা কমিটির নবনিযুক্ত সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস’কে ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল রবিবার (২৮ ডিসেম্বর রবিবার) পটিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড তিতা গাজীর বাড়ি হাজী ছিদ্দিক আহমদ জামে মসজিদে বাদে এশার নামাজের পর এলাকাবাসীর উদ্যােগে আবদুল কুদ্দুস পটিয়া খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির নবনিযুক্ত সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত করেন। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানাআবু তাহের নুরী।
এসময় উপস্থিত ছিলেন খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির স্হায়ী কমিটির সদস্য আবুল বশর, এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন

সমাজ সেবক দলিলুর রহমান,আবদুল হাকিম,আবদুর রহিম মাষ্টার, রফিক আহমদ, মোহাম্মদ আবছার,হাজী নুরুল আলম,জোবায়ের হোসেন, আহমদ নবী, মোহাম্মদ লোকমান, জাফর আলী, নুরুল ইসলাম, আহমদ হোসেন, মোহাম্মদ জসিম, মোহাম্মদ ইমন, নুর মোহাম্মদ, সিরাজুল হক আমেরী, মোহাম্মদ শফি প্রমুখ।

সংবর্ধনা জবাবে ওরশ পরিচালনা কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস এলাকাবাসী ওরশ পরিচালনা কমিটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আগামী ১০ ফেব্রুয়ারী ওরশ সফল ও সার্থক করার জন্য সকলের দোয়া চান এবং তার উপর অর্পিত দায়িত্ব পালনে খাজা ভক্তদের সহযোগিতা করার আহবান জানান।
